অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ টিপস পর্ব - ২
৫. কিভাবে হোম স্ক্রীন এ আইকন যোগ বা রিমুভ করবেন
অনেক সময় দ্রুত কাজ সারার জন্য হোম স্ক্রীনে কিছু অ্যাপের শর্টকাট রাখার দরকার হয়। এইজন্য আপনার ফোনের সিস্টেম ট্রে হতে All Apps icon (All-Apps.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) টি সিলেক্ট করুন। সবগুলো অ্যাপের লিস্ট আসলে পছন্দেরটি সিলেক্ট করে টাচ করে ধরে রাখুন দেখবেন সেটি নড়তে শুরু করেছে। এবার সেটিকে টেনে হোম স্ক্রীনে ফেলুন, শর্টকাট তৈরী হয়ে যাবে। আর হোম স্ক্রীনের শর্টকাট মুছতে চাইলে শর্টকাটটিকে টাচ করে ধরে রাখুন, রিমুভের অপশন আসবে। সেটিতে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে।
৬. কিভাবে অ্যাপস গুলো নিজের মত করে সাজাবেন
অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট ফোনে একটি ব্যাপার প্রায়ই ঘটে তা হল আপনি যখন নতুন কোন অ্যাপ ইন্সটল করলে সেটা অন্য আইকন সরিয়ে নিজে সে স্থান দখল করে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে যে অ্যাপটি মাত্র ইন্সটল করেছেন সেটির আইকনে টাচ করে ধরে রাখুন এক সেকেন্ড, তারপর সেটিকে টেনে নিয়ে যান আপনার পছন্দের স্থানে। আর যদি বর্তমান স্লাইডে না রেখে আগের বা পরের স্লাইডে রাখতে চান তাহলে তাহলে আইকনটিকে ধরে আশে পাশে সরান, স্লাইড চেঞ্জ হলে আপনার কাঙ্ক্ষিত স্লাইডে সেটিকে সেট করুন।
৭. কিভাবে ফোল্ডার ক্রিয়েট, রি নেম অথবা রিমুভ করবেন
যদি আপনি একাধিক অ্যাপের জন্য একটি ফোল্ডার বানাতে চান তাহলে একটি আইকন বেছে নিয়ে সেটিকে ধরে অন্য আইকনের উপর ফেলুন, আপনার সিস্টেম অটোম্যাটিক্যালি একটি ফোল্ডার ক্রিয়েট করবে Unnamed Folder নামে। আপনি সেই নামের উপর ক্লিক করে ফোল্ডারের পছন্দসই নাম দিতে পারেন। আর ফোল্ডার রিমুভ করতে হলে ফোল্ডার ওপেন করে ভেতরে যেসব আইকন আছে সেগুলো ধরে বাইরে নিয়ে আসুন, ফোল্ডার রিমুভ হয়ে যাবে।
৮. কিভাবে টেক্সট কাট, কপি ও পেস্ট করবেন
বিভিন্ন কারণে আমাদের টেক্সট কপি ও পেস্ট করতে হয়। আপনার স্মার্টফোন হতে কোন টেক্সট কপি করার জন্য আগে সেটি ওপেন করুন, তারপর যে শব্দটি কপি করবেন তার উপর টাচ করে ধরে রাখুন অথবা ডাবল টাচ করুন দেখবেন কপি এর অপশন আসবে। দুইপাশে আপনার কপি এরিয়া বাড়ানের আইকন থাকে। সেগুলো বাড়িয়ে কমিয়ে কপি করতে পারবেন। সিলেকশন শেষ হলে উপরের বাটন গুলো থেকে কপি বাটন সিলেক্ট করুন আপনার টেক্সট কপি হয়ে যাবে। এবার নতুন টেক্সট ওপেন করে উপরের বাটন হতে পেস্ট বাটন সিলেক্ট করলেই আপনার কপি করা টেক্সট পেস্ট হয়ে যাবে।
৯. কিভাবে অটো কারেক্ট অফ করবেন
আমরা যারা মেসেজিং করি, খুব কমই ইংরেজী ভাষা ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে একটি বিষয় আছে, তা হল আপনি কিছু টাইপ করলে সে শব্দটির কাছাকাছি ইংরেজী একটি শব্দ সে জায়গায় বসিয়ে দেয়। যা আমাদের জন্য পীড়াদায়ক! তাই চাইলে আপনি এই ঝামলা থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য আপনার Settings এ যান, সেখান থেকে “Language & input” অপশনটি সিলেক্ট করুন। এবার সেখান থেকে Quick Settings icon (Quick-Settings.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) এ ক্লিক করুন এবং “Auto correction” সিলেক্ট করুন। এবার নিচের ছবির মত “Off” সিলেক্ট করলেই আপনার অটোকারেক্ট বন্ধ হয়ে যাবে।
মন্তব্যসমূহ