ব্লগার ব্লগের জন্য সুন্দর একটি টেম্পলেট দেখুন ভাল লাগবে
Your Ads Here
বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভাল ও সুস্থ আছেন যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে করবো খুব সুন্দর এবং SEO ফ্রেন্ডলি একটি ব্লগার থিম। এর আগে আমি একাধিক থিম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেগুল আপডেট খুব কম, তাই ভাবলাম নতুন কিছু শেয়ার করি। আপনি যদি ব্লগার এর বিভিন্ন বিষয় ইন্টারনেটে সার্চ করে থাকেন তাহলে অবশ্যই আজ যে থিম আমি শেয়ার করবো সেটি আগেই দেখে ফেলেছেন। কিন্তু যদি আপনি ব্লগার ফিল্ডে নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই টেম্পলেট টি আপনার অবশ্যই ভাল লাগবে। ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস ব্লগ বানাবার পরে সব থেকে বড় সমস্যা যেটা সেটা হল ভাল একটি থিম খুজে বের করা, তাই আজকে আমি আপনাদের সঙ্গে খুব ভাল একটি থিম শেয়ার করলাম ব্যবহার করে দেখুন ভাল লাগবে।
আজকে যে থিমটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটার নাম Publico মনে হয় অনেকেই এটা দেখেছেন, কিন্তু শুধু মাত্র নতুন দের জন্য শেয়ার করা আর কি। এই থিম টি ফ্রী ভার্সন এবং পেইড দুই আছে আপনি চাইলে কিনে ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে কিছু এক্সট্রা ফিচারস পাবেন, ইচ্ছে করলে ফ্রী ব্যবহার করতে পারেবন। ডাউনলোড লিঙ্ক এবং থিম ডেমো নিচে শেয়ার করা হল।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Read More :রেস্পন্সিভ ডিজাইন ফ্রী ব্লগার থিম ২০১৬
বন্ধুরা আশাকরি আজকেই এই থিম টি আপনাদের ভাল লেগেছে, যদি ভাল লাগে এবং নিজের ব্লগ ব্যবহার করে তাহলে নিচে কমেন্ট করে যানান, আর পোস্ট টি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, কোন ধরনের সমস্যা হলে নিচে কমেন্ট করুন আমি হেল্প করবো তাছাড়া আমাদের ফেসবুক পেজ, গ্রুপ আছে সেখানেও আপনার সমস্যার কথা জানাতে পারেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ