কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল টিকে রুট ( Root ) করবেন !
Your Ads Here
আজকে আমি অ্যান্ড্রয়েড এর খুব গুরুত্বপূর্ণ আর জনপ্রিয় একটা ফিচার নিয়ে আলোচনা করব। সেটা হল কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে রুট করবেন। বর্তমানে রুট জিনিসটার প্রয়োজনীয়তা খুব বেড়ে গেছে আর এ কারণে "রুট ইউজার" কথা টিকে সবাই শুধু "রুট" বলেই জানে । রুট এর সাহায্যে আপনি আপনার ফোনটিকে উন্নত থেকে উন্নততর করতে পারবেন। রুট অ্যাকসেস, ব্যাবহারকারীদের ফোনে সব ধরণের কাস্টমাইজেশন করার অনুমতি প্রদান করে থাকে। আজকে আমি রুট করার দুটো পদ্ধতি নিয়ে আলচনা করব। একটা কম্পিউটার ব্যাবহার করে আরেকটি যাদের কম্পিউটার নেই তাদের জন্য। দুটো পদ্ধতিই খুব সহজ। কথা না বাড়িয়ে পদ্ধতি গুলো দেখে নেওয়া যাক ।
পদ্ধতি ১
Your Ads Here
১) প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যান।
২) তারপর KingoRoot লিখে সার্চ বাটনে হিট করুন।
৩) অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।( ইনস্টল করার সময় Unknown Source অপশন বন্ধ থাকলে তা অন করে নেবেন নাহলে ইনস্টল নেবে না)
৪) অ্যাপটি ওপেন করে "One Click Root" অপশনে ক্লিক করুন।
৫) এখন KingRoot কিছুটা সময় নিয়ে আপনার ফোনটিকে স্ক্যান করে দেখবে, আপনার ফোনটি রুট সমর্থন করে কি না।
৬) তারপর ফলাফল দেখাবে যদি Success হয় তবে আপনার রুট করা সম্পূর্ণ হল আর যদি দেখেন Unsuccessful তাহলে মনে করবেন আপনার ফোনটি রুট সাপোর্ট করে না।
Read More :স্মার্টফোনের গতি বাড়ানোর নানা কৌশল
পদ্ধতি ২ (কম্পিউটারের সাহায্যে)
Your Ads Here
Your Ads Here
আপনাদের কম্পিউটার থাকলে আমি কম্পিউটার দিয়েই রুট করার পরামর্শ দেব কারণ এটা নিরাপদ আর এই ২ নং পদ্ধতিতে আপনার অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন ৬.০ মার্শমেলো পর্যন্ত রুট করতে পারবেন।
১) প্রথমে KingoRoot সফটওয়্যার টির exe ভার্সন মানে পিসি ভার্সন টি ডাউনলোড করে নিন।
Read More :যেসকল স্মার্টফোন Android 10 Q এর আপডেট পাবে
২) সফটওয়্যারটি চালু করুন।
৩)এখন মোবাইলের সেটিংস থেকে Developer Options অন করে Enable USB Debugging এ টিক দিন ।
৪)তারপর USB Cable এর মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে যুক্ত করুন।
৫) যুক্ত হওয়ার পর এটি অটোমেটিক্যালি ড্রাইভার ডাউলোড করে ইনস্টল করে নেবে। এর জন্য অবশ্যই আপনার কম্পিউটারটি ইন্টারনেট এর সাথে যুক্ত থাকতে হবে।
৬) ড্রাইভার ইনস্টল হওয়ার পর মোবাইলটি কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করে আবার যুক্ত করুন।
৭) সবশেষে রুট বাটনে ক্লিক করে ২-৩ মিনিট অপেক্ষা করুন আর আপনার রুট কমপ্লিট।
Read More :মোবাইল ভাল রাখতে মেনে চলুন কিছু নিয়ম
৮) এখন Finish এ ক্লিক করুন।
এর পরেও যদি করতে না পারেন তাহলে নিচে কমেন্ট করুন আপনার সমস্যার কথা অবশ্যই হেল্প করতে চেস্টা করবো, আজকের পোস্ট এই পর্যন্তই আবার নতুন পোস্ট নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি ততক্ষণ ভাল থাকুন সবাইকে ভাল রাখুন।
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ