মোবাইল ভাল রাখতে মেনে চলুন কিছু নিয়ম
Your Ads Here
![]() |
মোবাইল ভাল রাখতে মেনে চলুন কিছু নিয়ম |
কিন্তু মোবাইলের যত্ন নিতে গিয়ে অনেকে পছন্দসই কভার এবং ফোনের উপরে গ্লাস লাগিয়ে এই কর্মটি শেষ করেন। এগুলো ছাড়া আরও নানা কারণে ফোনের ক্ষতি হতে পারে। তাই কী ভাবে যত্ন নিলে দীর্ঘ দিন ভাল থাকবে আপনার জরুরি মাধ্যম মোবাইল ফোনটি তা জানা প্রয়োজন। এবার তা জেনে নিন-
Read More :মোবাইল ভাল রাখতে মেনে চলুন কিছু নিয়ম
Your Ads Here
Read More :এখন মোবাইলে চলবে অফিস
* ফুল চার্জ অর্থাৎ ১০০ ভাগ হওয়ার আগে ফোন ব্যবহার করবেন না। তাতে ফোনের ব্যাটারির কার্য ক্ষমতা যেমন বাড়বে, তেমনি বাইরে যত খুশি ব্যবহারও করতে পারবেন।* তাড়াতাড়ি কিনে ফেলুন একটা রাবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না।
Your Ads Here
Your Ads Here
* সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সব সময় ফোন শুকনা ও পরিস্কার রাখতে। এতে ফোনের ডিভাইসগুলো দীর্ঘদিন সচল থাকবে।
Read More :স্মার্টফোনের গতি বাড়ানোর নানা কৌশল
* ভিজে গেলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে বাতাসে শুকিয়ে নিন। অথবা ফোনের ব্যাটারি খুলে রোদেও শুকিয়ে নিতে পারেন।* যতই ছবি তুলুন, চেষ্টা করুন কম্পিউটার অথবা অন্য কোথাও ছবি স্থানান্তরিত করার। তাতে ফোনের মেমোরিতে চাপ কম পড়বে এবং ফোন কাজ করবে আরও দ্রুত।
* যদি সেলফিস্টিক ব্যবহার করতে চান, তবে গ্রিপ নিয়ে সতর্ক থাকুন। আলগা হলেই ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ