বাড়িয়ে নিন আপনার COMPUTER হার্ডডিস্কের গতি

বাড়িয়ে নিন আপনার COMPUTER হার্ডডিস্কের গতি
Posted by Sayeem
Your Ads Here

Image result for বাড়িয়ে নিন আপনার Computer হার্ডডিস্কের গতি 


কীভাবে হার্ডডিস্কের স্পীড বাড়ানো যায়।
 

আমাদের ব্যবহূত কম্পিউটারের হার্ডডিস্কটি কাজ করতে করতে অনেক সময়ই স্লো হয়ে পড়ে। তখন দেখা যায় কম্পিউটার স্টার্ট বা কপি পেষ্ট হতে অনেক সময় নেয়। হার্ডডিস্কের কোন ফাইল ওপেন করতেও বেশ সময় লেগে যায়। আর কাজের সময় স্লো হলে মেজাজটা কার ভাল থাকে বলুন?

মেজাজটা খারাপ না করে দেখুন কীভাবে আপনার হার্ডডিস্কের গতি বাড়াতে পারেন।

এ পদ্ধতিতে আপনার কম্পিউটারের মেমোরীর স্পেশাল বাফার কনফিগার করে হার্ডডিস্কের সাথে মেমোরীর ডেটা আদান-প্রদান স্পীড বাড়ানো হয়। ফলে হার্ডডিস্কে আগে থেকে আরো দ্রুত কাজ করা যায়।


প্রথমে আপনার কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম ক্লোজ করে দিন। এবার Start এ ক্লিক করে Run এ ক্লিক করুন।
অথবা কীবোর্ড থেকে Windows Logo কী প্রেস করা অবস্থায় R প্রেস করুন।


এবার Open বক্সে টাইপ করুন- SYSEDIT.EXE
এবার কীবোর্ড থেকে এন্টার চাপুন।


System Configuration Editor  সহ কয়েকটি উইন্ডো ওপেন হবে।
একেবারে সামনের তিনটি বক্স ক্লোজ করে দিন।

“C:\WINDOWS\SYSTEM.INI” Window ওপেন হবে।

Your Ads Here

Your Ads Here


    ডানদিকের স্ক্রলবারটি নীচে টেনে নামান। দেখুন একটা লাইনে লেখা আছে [386enh]


    লাইনটার শেষে কার্সার রেখে এন্টার চাপুন। একটা ফাঁকা লাইন তৈরী হবে। 


    এবার টাইপ করুন Irq14=4096।
    এটা কেইস সেনসেটিভ। কাজেই ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর ঠিক করে লিখতে হবে।


    এবার ডানদিকে উপরে দেখুন File লেখা আছে। এতে ক্লিক করে Save এ ক্লিক করুন। ফাইলটি সেভ হবে। System Editor টি ক্লোজ করেদিন।

    এবার আপনার পিসিটি রিস্টার্ট দিন। এবার দেখুন আপনার পিসির হার্ডডিস্কের গতি আগে থেকে অনেক বেড়ে গেছে।


    এখন কপি-পেষ্ট করতে এবং হার্ডডিস্কের কোন ফাইল ওপেন করতে আগে থেকে অনেক কম সময় লাগবে।

    যাদের RAM 256MB বা তার বেশি, তারাই কেবল এই পদ্ধতিতে হার্ডডিস্কের গতি বাড়াতে পারবেন।

    এই পদ্ধতিতে IDE হার্ডডিস্কের গতির পরিবর্তন খুবই লক্ষণীয়। তবে SCSI হার্ডডিস্কের ক্ষেত্রেও ভাল কাজ করে। 


    আর এ পদ্ধতিতে হার্ডডিস্কের গতি বাড়ালে সিস্টেমের কোন ক্ষতি হয় না। কাজেই নিশ্চিন্তে কাজ করুন।
    Your Ads Here

    নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

    Related Posts

    Your Ads Here

    মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন
    Loading comments...