জেনে নিন ফেসবুক প্রোফাইল ফটোকে ক্লিক অযোগ্য করার ১ মিনিটের ছোট ট্রিকস
Posted by
Sayeem
Your Ads Here
আপনি কি আপনার ফেসবুকে প্রোফাইল ফটো ক্লিক অযোগ্য করতে চান? হ্যাঁ, আপনি পারবেন। খুবই ছোট একটি বুদ্ধি খাঁটিয়ে আপনি এরকম করতে পারেন। আমি ফেসবুকে কিছু ফ্রেন্ডের প্রোফাইল লক্ষ্য করেছি যে, তাঁদের প্রোফাইল ফটোটি ক্লিক করে যায়না। অর্থাৎ প্রোফাইল ফটোতে ক্লিক করা সম্ভব না। আপনি হয়ত বলবেন যে, আমি প্রোফাইল ফটো ক্লিক অযোগ্য করে -
কি করব? তাহলে আপনাকে উত্তরে বলতে হবে যে, 'এই ট্রিকস আপনার জন্য নয়। তবে পড়ে জেনে রাখতে পারেন। ট্রিকসটি জানা থাকলে আশা করি আপনার কোন ক্ষতি হবেনা'।
আপনারা ইতিমধ্যেই জানেন যে, অনেক দুঃশ্চরিত্র লোক ফেসবুক থেকে মেয়েদের ছবি ডাঊনলোড করে তা বিকৃত করে অসৎ উদ্দেশে ব্যবহার করে। এবার নিশ্চই বুঝেছেন যে এই ট্রিকসটি অন্তত ফেসবুকে উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা কিছুটা সম্ভব। উদাহরণস্বরূপ বলতে পারি, আমার সহপাঠী এক বান্ধবী ফেসবুকে ওর প্রোফাইল ফটোতে নিজের ছবি আপলোড করেছে ঠিকই কিন্তু সে এই পদ্ধতি ব্যবহার করে ছবিটি ক্লিক অযোগ্য করেছে। এতে কেউ ওই ফটোতে কমেন্ট করার সুযোগ পাবেনা এবং কেউ অসৎ উদ্দ্যেশে সেটি ডাঊনলোড করলে খুব ছোট আকারের ছবি হিসেবে ডাঊনলোড হবে। ফলে ছবিটি বড় করলে নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের যাদের প্রয়োজন ট্রিকসটি জেনে রাখতে পারেন। আপনাদের নিরাপত্তার স্বার্থেই ট্রিকসটি শেয়ার করলাম। প্রোফাইল ফটো ক্লিক অযোগ্য এরকম একটি ফেসবুক আইডির নমুনা দেখতে এখানে ক্লিক করুন।
যেভাবে ফেসবুক প্রোফাইল ফটো ক্লিক অযোগ্য করবেনঃ
১. প্রথমে ফেসবুকে লগিন করে আপনার Photo Album -এ যান।
২. আপনার photo album থেকে Profile Photo Album এ প্রবেশ করুন।
৩. এবার আপনার Profile photo গুলোর মাঝে যে ফটোটি ক্লিক অযোগ্য করবেন সেটি ক্লিক করে এর Privacy অপশনটি
Only Me সিলেক্ট করে দিন। এছাড়াও আপনি চাইলে আপনার মত করে এটির privacy ঠিক করে নিতে পারবেন Custom অপশন থেকে।
আশা করি নতুনদের জন্য ট্রিকসটি কাজে লাগবে। যারা জানেন তাদেরকে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ