মোবাইলকে বানান ডকুমেন্ট স্ক্যানার
এতদিন বাংলা রচনায় লিখতাম আধুনিক যুগ কম্পিউটার এর যুগ তবে এখন বলতে হচ্ছে আধুনিক যুগ স্মার্টফোনের যুগ। এখন একটি স্মার্টফোন এ পিসির প্রায় সকল কাজই করা যায়। এমনকি ডকুমেন্ট লিখা থেকে শুরু করে পিডিএফ মেকিং এখন সবই করা যায় এই স্মার্টফোন এ। ওয়ার্ড এক্সসেল এর কাজ অনেক সহজেই আপনি করে নিতে পারবেন ছোট এই স্মার্টফোন থেকেই। তবে আজ দেখাবো স্মার্টফোন এর আরেকটি মজার ব্যাবহার।
আমাদের অনেকে ডকুমেন্ট স্ক্যান করেন কিংবা স্ক্যান করা ডকুমেন্ট OCR এর সাহায্যে সেটার টেক্সট গুলো ওয়ার্ড কিংবা ফাইল এ সেইভ করেন। এর জন্যে সাধারনত পিসি ইউজ করতে হয়। তবে যদি এমন হয় যে পিসি ছাড়া মোবাইল থেকেই স্ক্যান এর কাজ টি চালাতে পারেন? অনেক সময় বন্ধুর কাছ থেকে নোট নিয়ে সেটা টাইপ করতে হয় যদি পিসিতে রাখতে চান, স্মার্টফোন আছে? তাহলে আর টাইপ করতে হবেনা। মোবাইল ক্যামেরা দিয়ে স্ক্যান করুন এবং সেটি ওয়ার্ড ফাইল এ সেইভ করে নিন মাত্র কয়েক মিনিট এ! কিভাবে? এই নিয়েই আজকের পোস্ট। চলুন দেখি…
পিসিতে যেমন কোন কাজ করতে সফটওয়্যার লাগে তেমনি স্মার্টফোন এ করতে চাইলেও কিছু অ্যাপ ইউজ করতে হবে। চলুন দেখে নেই কোন অ্যাপ কেমন কাজ করবে এবং কোনটা দিয়ে কি করতে পারবেন!
Google Drive
গুগল ড্রাইভ আমাদের অনেকেরই পরিচিত। অনেক এন্ড্রয়েড ডিভাইস এ বিল্ট ইন এই অ্যাপ টি থাকে। আমরা সাধারনত এই অ্যাপ টি ডাটা ব্যাকআপ রাখার কাজে ইউজ করে থাকি। তবে এই অ্যাপ টির ও কিছু হিডেন ফিচার আছে যা অনেকেই জানিনা। এর মদ্ধে দুইটি ফিচার হলো আপনি গুগল ড্রাইভের সাহায্যে আপনি ছবি তুলে সেটি সরাসরি পিডিএফ আকারে সেইভ করতে পারবেন। এতে করে আপনি আপনার ডকুমেন্ট ক্যামেরা দিয়ে তুলে সরাসরি সেই ডকুমেন্ট এর ছবিকে ডকুমেন্ট ফাইল আকারে সেইভ করতে পারবেন। এছড়াও আরেকটি ফিচার হলো তোলা ছবিতে থাকা টেক্সট গুলোকে টাইপ না করেই ওয়ার্ড কিংবা ডকুমেন্ট ফাইল এ নিতে পারবেন। একে OCR ও বলা হয়।
Evernote
Scan to PDF
উপরে দেয়া তিনটি অ্যাপ আপনার মোবাইল এ স্ক্যানিং এর ঝামেলা মিটাবে। এছারাও আরও অনেক অ্যাপ রয়েছে তবে ফ্রি এর মদ্ধে এই অ্যাপ গুলো বেস্ট।
মন্তব্যসমূহ