অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ টিপস পর্ব - ৩

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ টিপস পর্ব - ৩
Posted by Sayeem
Your Ads Here

১০. কিভাবে সেন্সর অফ করে আপনার স্ক্রীনের অটো-রোটেশন অফ করবেন

 

স্মার্টফোনের একটু জনপ্রিয় সুবিধা হল এর সেন্সর। এর যেমন সুবিধা আছে, তেমনি কিছু ঝামেলাও আছে। যেমন কোন কারণে আপনি ফোন কাত করলেই সেন্সরের কারণে ফোনের স্ক্রীণ ঘুরে যায়। যেটা মাঝে মাঝে খুবই বিরক্তিকর। তাই আপনি চাইলে আপনার ফোনের সেন্সর অফ করতে পারেন। এইজন্য আপনার ফোনের সেটিংস এ যান। সেখান থেকে “Display” অপশনটি সিলেক্ট করুন। তারপর “Auto-rotate screen” অপশনটি থেকে টিক চিহ্ন তুলে দিন, সেন্সর অফ হয়ে যাবে।

 

১১. কিভাবে ফোনের স্ক্রীণশট নেবেন

 

অনেক সময় ফোনের স্ক্রীনের কিছু ইমেজ সংরক্ষণ করার দরকার হয়। এইজন্য স্ক্রীণশট সবচাইতে ভালো উপায়। আপনার ফোনের স্ক্রীণের স্ক্রীণশট নেয়ার জন্য পাওয়ার বাটন আর ভলিউমের নিচের বাটন একসাথে চেপে ধরুন। তারপর আপনার গ্যালারীতে গেলে কাঙ্ক্ষিত স্ক্রীনশটটি পেয়ে যাবেন।

 

১২. কিভাবে ফোনের নোটিফিকেশন চেক করবেন

 

ফোনে বিভিন্ন অ্যাপ সহ নানা বিষয়ে নোটিফিকেশন আসতে পারে। সেগুলো চেক করে দেখার জন্য আপনার ফোনের উপরের দিকের স্ক্রীণে দেখুন একটি উইন্ডো আছে, সেটা তে ক্লিক করলেই আপনি ফোনের নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। কোন নোটিফিকেশন চেক করতে চাইলে ওই নোটিফিকেশন এর উপর ক্লিক করে সেটা চেক করতে পারবেন। আর সেগুলো কেটে দিতে চাইলে দেখবেন ডানপাশে কোণায় একটি ক্রস বাটন আছে। সেটিতে ক্লিক করলেই নোটিফিকেশন চলে যাবে।

 

১৩. কিভাবে অ্যান্ড্রয়েড ব্রাউজারে বুকমার্ক বা ফোল্ডার যোগ করবেন

 

অনেক সমইয় ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজিং এর সময় কিছু পেজ বুকমার্ক আকারে সংরক্ষণ করে রাখার দরকার হয়। এইজন্য ওই পেজ ওপেন করে ব্রাউজারের Menu button (Menu-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) এ ক্লিক করুন। তারপর সেখান থেকে “Save to bookmarks” এ ক্লিক করলেই পেজটি বুকমার্ক আকারে সেভ হয়ে যাবে। আর যদি বুকমার্কটি রিনেম করতে চান তাহলে ইচ্ছামত পরিবর্তন করে সেভ করতে পারবেন অথবা ফোল্ডারে করতে চাইলে “Add to” অপশন সিলেক্ট করে সেখান থেকে “Other folder” এ ক্লিক করুন। ব্রাউজ করে যেকোন ফোল্ডার সিলেক্ট করুন অথবা নতুন ফোল্ডার তৈরী করুন। আর যদি বুকমার্ক ডিলেট করতে চান তাহলে ব্রাউজারের Tabs button (Tabs-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) টি সিলেক্ট করুন। তারপর সেখান থেকে Bookmarks button (Bookmark-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) এ ক্লিক করলে বুকমার্কস গুলো আসবে। যেটি ডিলেট করতে চান সেটিকে টাচ করে ধরে রাখলে ডিলেট অপশন আসবে। এবার ডিলেট করুন।

 

১৪. কিভাবে হোম স্ক্রীনে Web Clip Icon যোগ করবেন

 

অনেক সময় খুব দ্রুত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার দরকার হয়। আর যদি সেইজন্য হোম স্ক্রীণে ওই ওয়েবসাইটের শর্টকাট লিঙ্ক রাখা যায় তাহলে তো কথাই নেই। এই জন্য আপনার ব্রাউজার ওপেন করে যে সাইট এর শর্টকাট চান সেটা ওপেন করুন। এবার ব্রাউজারের Menu button (Menu-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) এ ক্লিক করুন। এবার আগের মত বুকমার্ক সেভ করে সেটাকে “Add to” অপশন দিয়ে ব্রাউজ করে হোম স্ক্রীণ সিলেক্ট করুন, দেখবেন আপনার হোম স্ক্রীনে ওই সাইটের শর্টকাট চলে এসেছে।

 

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

Related Posts

Your Ads Here

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
Loading comments...