কিভাবে ব্লগারে Automatically Guest Author Bio যুক্ত করতে হয়?

কিভাবে ব্লগারে Automatically Guest Author Bio যুক্ত করতে হয়?
Posted by আসাদ
Your Ads Here

কিভাবে ব্লগারে Automatically Guest Author Bio যুক্ত করতে হয়?
ব্লগারের আকর্ষণীয় একটি ফিচার্স হচ্ছে Gust Blogging. ব্লগারের শুরুর দিকে এই Gust Blogging সুবিধা ছিল না। পরবর্তীতে ব্লগার সবার কথা বিবেচনা করে এই Gust Blogging সিস্টেম চালু করে। আপনি ইচ্ছা করলে আপনার পছন্দমত Gust Blogger এর সংখ্যা বাড়ীয়ে নিতে পারেন। যার ফলে সবাই মিলে বিভিন্ন পোষ্ট করে আপনার ব্লগের জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যেতে পারেন। তাছাড়া আপনার হাতে যখন সময় থাকবে না তখন Gust Blogger আপনার ব্লগিং চালিয়ে যতে সাহায্য করবে। তবে আমার আজকের টপিক Gust Blogging নিয়ে নয়। আমি আজ দেখাবো কিভাবে আপনার ব্লগে Automatically Guest Author Box যুক্ত করবেন। Automatically বলার কারণ হচ্ছে পোষ্ট করার পর বার বার এটি আপনার পোষ্টে যুক্ত করতে হবে না। শুধু একবার আপনার ব্লগার টেমপ্লেটে যুক্ত করে রাখলেই কে কোন পোষ্ট করল ব্লগ অটোমেটিক তা পোষ্টের নিচে এই ইমেজটির মত শো করবে।
কিভাবে ব্লগারে Automatically Guest Author Bio যুক্ত করতে হয়?

কিভাবে Automatically Author Box যুক্ত করবেনঃ

  • প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করুন।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ড হতে Template > Edit Html এ ক্লিক করুন।
Edit Blogger Template
  • এরপর কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> অংশটি সার্চ করুন।
  • নিচের Css কোডগুলি কপি করে ]]></b:skin> এর উপরে পেষ্ট করুন।
<!-- Prozokti Guest Post Start -->
.Prozokti-guest img {
margin:0;
border:0;
}
.Prozokti-guest-about {
font-size:13px;
margin:0 auto;
padding:3px;
width:625px;
min-height:125px;
background:#EDF6FF;
margin:15px auto -10px -20px;
border:1px solid #F0F0F0;
}
.Prozokti-guest {
padding-top:15px;
margin:0;
font-size:12px;
float:left;
width:17%;
text-align:center;
border-right:#93C0F9 solid 1px;
}
.Prozokti-guest-text {
float:right;
width:80%;
padding:5px;
text-align:left;
font:13px/1.6em arial,sans-serif;
text-align:justify;
margin-top: -14px;
margin-bottom: -12px;
padding:0;
}
  • তারপর এই কোডটি সার্চ করুন data:post.body । এই কোডটি হয়তো আপনার ব্লগার টেমপ্লেটের একাধিক জায়গায় দেখতে পাবেন। আপনি ২য় টিতে Try করে দেখতে পারেন। ২য় টিতে কাজ না হলে ৩য় টি অথবা ১ম টিতে Try করবেন। তাহলে অবশ্যই হবে।
  • উপরের অংশটির ঠিক নিচে এই কোডগুলি কপি করে পেষ্ট করুন।
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:if cond='data:post.author == &quot;মোঃ হারুন-অর-রশিদ&quot;'>
<div class='Prozokti-guest-about'>
<div class='Prozokti-guest'><img height='70' src='Guest Author Picture Url' width='80'/> Guest Author </div>
<div class='Prozokti-guest-text'>
<p><strong><font face='verdana'>About the Guest Author:</font></strong>
<br/> Write author Bio here <br/>
Follow her @ <a href='#' target='_blank'>Twitter</a> | <a href='#' target='_blank'>Facebook</a> | <a href='#' target='_blank'>Google+</a></p>
</div>
</div>
</b:if></b:if>
  • আপনার ব্লগে যদি একাধিক Gust Author থাকে, তাহলে উপরের কোডটি না দিয়ে নিচের কোডগুলি ঠিক আগের জায়গায় পেষ্ট করুন।
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:if cond='data:post.author == &quot;1st Guest Author Name&quot;'>
<div class='Prozokti-guest-about'>
<div class='Prozokti-guest'><img height='70' src='1st Guest Author Picture Url' width='80'/> Guest Author </div>
<div class='Prozokti-guest-text'>
<p><strong><font face='verdana'>About the Guest Author:</font></strong>
<br/> Write 1st author Bio here <br/>
Follow her @ <a href='#' target='_blank'>Twitter</a> | <a href='#' target='_blank'>Facebook</a> | <a href='#' target='_blank'>Google+</a></p>
</div>
</div>
<b:else/>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:if cond='data:post.author == &quot;2nd Guest Author Name&quot;'>
<div class='Prozokti-guest-about'>
<div class='Prozokti-guest'><img height='70' src='2nd Guest Author Picture Url' width='80'/> Guest Author </div>
<div class='Prozokti-guest-text'>
<p><strong><font face='verdana'>About the Guest Author:</font></strong>
<br/> Write 2nd author Bio here <br/>
Follow her @ <a href='#' target='_blank'>Twitter</a> | <a href='#' target='_blank'>Facebook</a> | <a href='#' target='_blank'>Google+</a></p>
</div>
</div>
</b:if></b:if></b:if></b:if>
  • উপরের পিংক কালারের মোঃ হারুন-অর-রশিদ/1st Guest Author Name এর জায়গায় আপনার নাম অথবা Gust Author নাম দিতে হবে। নামটি অবশ্যই পোষ্টের নাম এর সাথে মিল থাকতে হবে। অন্যথায় এই Author বক্সটি শো করবে না। নিচের চিত্রে দেখুন -
Blogger Post Author Name
  • উপরের বক্সের লাল চিহ্নিত অংশে আপনার Author এর Picture Url দিতে হবে।
  • সবশেষে Save Template এ ক্লিক করুন। That's All.

Author Box কাষ্টমাইজেশনঃ

  • উপরের প্রথম বক্সের Css কোড হতে Author বক্সের Height, Width, Margin, Border, Background কালার পরিবর্তন করতে পারবেন।
  • এছাড়াও এই Css কোড গুলি কাষ্টমাইজ করে Author বক্সের অনেক পরিবর্তন করতে পারবেন।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

Related Posts

Your Ads Here

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
Loading comments...