জেনে নিন কিভাবে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের জন্য কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন
Your Ads Here
সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করবেন।
Your Ads Here
প্রয়োজনীয় উপকরণঃ
১। একটা কম্পিউটার বা স্মার্ট ফোন।
২। গুগল ক্রোম বা এই টাইপের ব্রাউজার। বিশেষ করে মিনি বা লাইট ব্রাউজারগুলো ব্যবহার না করাই ভালো।
কার্য পদ্ধতিঃ
Your Ads Here
Your Ads Here
২। এবার এখানে আপনি যেই রিলেটেড ইমেজ ডাউনলোড করবেন। তা সার্চ দিন। যেমন আমি এখানে 'Natural Wallpapers' লিখে সার্চ দিয়েছি।
৩। সার্চ বারের খানিকটা নিচেই দেখবেন 'সেটিংস' নামে একটি অপশন আছে।
৪। এবার 'সেটিংস'-এ ক্লিক করুন।
৫। দেখবেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তারমধ্যে 'Advance Search' নামক একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
৬। এবার দেখবেন বেশ বড়সড় একটা পেজ আসবে। স্ক্রলিং করে খানিকটা নিচে নামুন। একদম সবার শেষে দেখবেন 'Usage Rights' নামক একটা অপশন রয়েছে। অপশনটির পাশেই দেখবেন একটা ড্রপ-ডাউন মেনু রয়েছে। সেখানে দেখবেন বিভিন্ন কন্ডিশনের ইমেজের কথা বলা আছে। যেমন কিছু ইমেজ আপনি শেয়ার করতে পারবেন কিন্তু কর্মাশিয়াললি ব্যবহার করতে পারবেন না। আবার কিছু ইমেজ আছে যেগুলো আপনি শেয়ার ও কর্মাশিয়াললি ব্যবহারও করতে পারবেন। আবার কিছু ইমেজ আছে যেগুলো আপনি মডিফাই বা এডিট করতে পারবেন না। আবার কিছু ইমেজে আপনি এডিট বা মডিফাইসহ কর্মাশিয়াললি ব্যবহারও করতে পারবেন। এবার সেখান থেকে আপনার পচ্ছন্দমত কন্ডিশন সিলেক্ট করে 'Advance Search'-এ ক্লিক করুন। তারপর দেখবেন সেই কন্ডিশন অনুযায়ী আপনার সামনে ইমেজ বা ছবি দেখানো হবে।
ব্যস্, এবার আপনি আপনার পচ্ছন্দমত ইমেজ ডাউনলোড করে ব্যবহার করুন।
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
nice
উত্তরমুছুনthanks
মুছুন