আপনার ব্লগার ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজের লাইক বক্স বসিয়ে নিন আর প্রফেশনাল লুক দিন আপনার ওয়েবসাইটকে
Posted by
Sayeem
Your Ads Here
সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে আপনাদের ব্লগার ওয়েবসাইটের লাইক বক্স বসাবেন। সত্যি কথা বলতে আমরা অনেকেই ব্লগারের মাধ্যমে ফ্রি ব্লগিং ওয়েবসাইট খুলি। শখের বশে ওয়েবসাইট খুলে সেখানে নিয়মিত আপডেট দিচ্ছেন এমন লোক হয়ত আজকাল খুঁজে পাওয়া মুশকিল কিন্তু অর্থ আয়ের জন্য ওয়েবসাইট খুলেছেন এবং সেই ওয়েবসাইটে নিয়মিত পোস্টও করছেন এমন লোক খুঁজে পাওয়া যাবে অহরহ। আর যারা ওয়েবসাইটগুলো চালায় অর্থ্যাৎ ওয়েবসাইটের এডমিনরা বেশ ভালো করেই জানেন আজকাল ফেসবুক থেকে কি পরিমাণে ভিজিটর লাভ করা যায় একটি ওয়েবসাইটের জন্য। শুধু তাই নয়, অন্যান্য অনেক কজাও করা যায় একটি মাত্র ফেসবুক পেজ থেকে। কিন্তু এমনও অনেক সময় হয় যে কেউ একজন আপনার ওয়েবসাইটে একবার এসে ভিজিট করে গিয়েছে। ধরুন কোনো একটা পোস্টের জন্য। কিন্তু পরবর্তীতে সে যে আবার আপনার ওয়েবসাইট ভিজিট করবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই । এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজের লাইক বক্স দিয়ে রাখেন তাহলে ১০০ জনের মধ্যে অনেকেই সেখানে লাইক করে থাকবে। তাহলে সেই লোকটি আপনার ভিজিটর না হলেও সে আপনার পেজের একজন লাইকার। আর আপনি যখন পরবর্তীতে আপনার ওয়েবসাইটের কোনো পোস্টের লিংক ফেসবুকে আপনার পেজে শেয়ার করবেন, তখন সেই লোকটির কাছে যদি আপনার পোস্টটি ভালো লেগে যায় তাহলে সে অন্তত একবার হলেও আপনার ওয়েবসাইটে আরেকবার এসে ঢু মেরে যাবে। আপনি আপনাকে একশ ভাগ গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু এরকমভাবে আপনি অন্তত বেশ অনেকজন ভিজিটরই পাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কি জন্য আজকের পোস্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।
প্রথমেই আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের লে আউটে প্রবেশ করুন।
এবার "Add a Gadget"-এ ক্লিক করুন।
এবার সেখান থেকে "HTML/JavaScript"-এ ক্লিক করুন।
<iframe
তবে হ্যা, খেয়াল করে দেখুন এই কোডের "href=https://www.facebook.com/"-এর পরে একটি কোড নাম্বার রয়েছে। আপনি আপনি আপনার ফেসবুক পেজের কোড নাম্বার দিবেন। আপনার ফেসবুক পেজের কোড নাম্বার পাবার জন্য প্রথমে আপনি আপনার পেজে প্রবেশ করুন। খেয়াল করে দেখুন উপরের অ্যাড্রেস বারে ""https://www.facebook.com/আপনার পেজের নাম-একটি কোড নাম্বার"-এই ফরম্যাটে দেওয়া আছে। এখান থেকে কোড নাম্বারটি কপি করে কোডের কোড নাম্বারের জায়গায় রিপ্লেস করে দিন। এবার "Save" করে "Save arrangement"-এ ক্লিক করুন। এবার আপনার ওয়েবসাইটে ঢুকে দেখুন সেখানে খুব সুন্দর একটা ফেসবুক লাইক বক্স শো করছে। খেয়াল করে দেখুন সেখানে একটা লাইক অপশনও শো করছে।src="//www.facebook.com/plugins/likebox.php?href=https://www.facebook.com/1675893282632792&width=290&height=250&amp;colorscheme=light&show_faces=true&border_color&stream=false&header=false&" style="border: none; height: 250px;overflow: hidden; width: 290px;"></iframe>
আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত । টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক ,টুইটার,গুগল প্লাসে শেয়ার করবেন। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ