গুগল ম্যাপে নতুন ফিচার
Your Ads Here
নতুন এই ফিচার ব্যবহার খুবই সহজ। বার থেকে গুগল ম্যাপস ব্যবহার করে দল বেঁধে ঘুরতে যাওয়া যাবে। নতুন এই ফিচারে একসঙ্গে দল বেঁধে প্ল্যান করতে সাহায্য করবে এই নেভিগেশন অ্যাপ। একই সঙ্গে দূরত্বের সঠিক তথ্য পাওয়া যাবে। পাওয়া যাবে কম দূরত্বের রাস্তার সঠিক খবর।
এরপরে আপনার বন্ধুরাও প্রয়োজনে সেখানে নতুন লোকেশন যোগ করতে পারবেন। এরপরে ভোটাভুটির মাধ্যমে বন্ধুরা কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে নিতে পারবেন।
আপাতত অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা গুগল ম্যাপসে এই ফিচার ব্যবহার করতে পারবেন। খুব শিগগিরই আপনার ডিভাইসে এই ফিচার পৌঁছে যাবে।
Read More :এখন মোবাইলে চলবে অফিস
যেখানে যেতে চান ম্যাপে সেই জায়গাতে প্রেস করে হোল্ড করে শর্টলিস্টে ঢুকিয়ে দিন। এরপরে স্ক্রইনের পাশে একটি ফ্লোটিং বাবল এসে যাবে। একবার সেই লোকেশন শর্টলিস্টে যোগ হলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করা যাবে এই তথ্য।এরপরে আপনার বন্ধুরাও প্রয়োজনে সেখানে নতুন লোকেশন যোগ করতে পারবেন। এরপরে ভোটাভুটির মাধ্যমে বন্ধুরা কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে নিতে পারবেন।
Your Ads Here
Your Ads Here
Read More :স্মার্টফোনের গতি বাড়ানোর নানা কৌশল
Your Ads Here
Read More :যেসকল স্মার্টফোন Android 10 Q এর আপডেট পাবে
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ