চার ক্যামেরার শাওমি ফোন বাজারে
Your Ads Here
বাজারে এলো শাওমির চার ক্যামেরার ফোন। এটি রেডমি নোট সিক্স প্রো। এর ডিসপ্লেত নচ রয়েছে। সম্প্রতি ফোনটি থাইল্যান্ডের বাজারে অবমুক্ত করা হয়েছে।
শাওমি রেডমি নোট সিক্স প্রোতে রয়েছে ৬.২৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের উপরে আছে নচ। এই ফোনের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
৪ জিবি র্যামের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর ব্যবহৃত হয়েছে। স্টোরেজের জন্য রয়েছে ৬৪ জিবি রম।
ফোনটিতে ডুয়েল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা আছে। ফোনের পিছনে আছে ১২ ও ৫ মেগাপিক্সেলের মেগাপিক্সেল। সেলফির জন্য আছে ২০ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। শাওমি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে খুব সহজে একবার চার্জ করে দুই দিন ব্যবহার করা যাবে।
থাইল্যান্ডে রেডমি নোট সিক্স প্রোর দাম ৬৯৯৯ ভাট।
শাওমি রেডমি নোট সিক্স প্রোতে রয়েছে ৬.২৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের উপরে আছে নচ। এই ফোনের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
৪ জিবি র্যামের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর ব্যবহৃত হয়েছে। স্টোরেজের জন্য রয়েছে ৬৪ জিবি রম।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Read More :সাড়া জাগিয়েছে ভিভাে ভি১৫ ও ভি১৫ প্রাে
ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। শাওমি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে খুব সহজে একবার চার্জ করে দুই দিন ব্যবহার করা যাবে।
থাইল্যান্ডে রেডমি নোট সিক্স প্রোর দাম ৬৯৯৯ ভাট।
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ