আপনার এন্ড্রয়েড মোবাইলের সব নোটিফিকেশন দেখুন আপনার কম্পিউটারে বসেই

আপনার এন্ড্রয়েড মোবাইলের সব নোটিফিকেশন দেখুন আপনার কম্পিউটারে বসেই
Posted by IT Sayim
Your Ads Here

অনেক সময়ই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের মোবাইল চার্জে থাকে বা অন্য কোথাও দূরে থাকে কিংবা কম্পিউটারে এতটা মগ্ন থাকি যে আমাদের মোবাইলের কল , মেসেজ বা অন্যান্য নোটিফিকেশন গুলো মিস হয়ে যায়। অনেক সময়ই অনেক গুরুত্বপূর্ন নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার কারনে অনেক দুঃখজনক ব্যাপার ঘটে।
তাই আমি আপনাদের এই সমস্যার একটি সমাধান দিচ্ছি। যা সেট করার পর আপনার পিসিতেই দেখাবে আপনার মোবাইলে সব নোটিফিকেশন। 

*** সিস্টেমঃ  

এটা এড অন বা এক্সটেংশন সিস্টেম। আপনার গুগল ক্রোম বা ফায়ারফক্স এ " Desktop Notification For Android " নামের Addon অথবা Extension টি লাগান, লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। তারপর স্কিন শর্ট এর মাধ্যমে দেখাচ্ছি আপনাকে কি করতে হবে। আর আপনার এন্ড্রয়েড ফোনে প্লে ষ্টোর থেকে খুব অল্প এমবির একটা এপ ইনষ্টল করতে হবে।

গুগোল ক্রোম এর জন্য ঃ 

লিঙ্কঃ https://goo.gl/HvlTSn 

এন্ড্রয়েড ফোনের জন্যঃ


গুগোল ক্রোম এর জন্য যা করতে হবেঃ

১। Extension ডাউনলোড করার পর ওপেন করুন,
২। Gmail একাউন্ট দিয়ে লগ ইন করুন যেটা আপনার এন্ড্রয়েড ফোনে সেট করা আছে। 
৩। এখন যে পেইজ টা আসবে এটাতে নিচের ছবির মত তিনটাতেই টিক মার্ক দিন। 
৪। এবার আপনার ফনে ইনষ্টল করা এপ টি ওপেন করুন। 
৫। সেটংস এ যান এবং Desktop Notification এর পাশে টিক মার্ক দিন। 
৬। এবার বেক করে নিচে দেখুন Gmail এ লগ ইন দিতে বলেছে, সেখানে ক্লিক করে আপনি আপনার ফোনের যে ইমেইল টি আছে সেটা সিলেক্ট করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ফোনের যত নটিফিকেশন আসবে সব ই আপনার কম্পিউটারে দেখাবে। আপনি চাইলে টেষ্ট বাটন টায় ক্লিক করে কাজ করছে কিনা টেষ্ট করে দেখে নিতে পারেন। 


স্কিন শর্টঃ 




Your Ads Here

Your Ads Here




    এবার আসুন ফায়ারফক্স এর জন্যঃ 

    ১. Addon টি ওপেন করার পর সেটিংস এ ক্লিক করুন।
    ২. নিচে কোড দেওয়ার একটা জায়গা পাবেন ( ছবিতে দেওয়া আছে )
    ৩. ফোনের এপ টি ওপেন করুন। আগের মতই সব করুন { ক্রোমের জন্য দেওয়া ৪,৫,৬ নিয়ম গুলো দেখুন। }
    ৪। ওগুলো করার পর যে পেইজ টা আসবে সেখানে একটা কোড পাবেন নিচের ছবির মত।
    ৫। সেই কোড টি ফায়ারফক্সে কোড দেওয়ার জায়গায় লিখুন। তারপর Apply Code বাটনে ক্লিক করুন। 

    স্কিন শর্টঃ 


    আপনি চাইলে টেষ্ট করে দেখতে পারেন। এবার Enjoy করুন।
     নিজে এটা ইউজ করি।
    কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন...
    ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য... 
    Your Ads Here

    নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

    Related Posts

    Your Ads Here

    মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন
    Loading comments...