নতুন ফিচার আনল ট্রুকলার

নতুন ফিচার আনল ট্রুকলার
Posted by Sayeem
Your Ads Here

ট্রুকলার অ্যাপ থেকে ভয়েস কল করার সুবিধা চালুর পর বিশ্বব্যাপী সকল ট্রুকলার গ্রাহকরা নিজেদের মধ্যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ভয়েস কল করতে পারতেন।


Your Ads Here

এবার অ্যাপটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার কল ওয়েটিং সুবিধা। ফলে গ্রাহকরা ‘বাধা ছাড়া’ ভয়েস কল করতে পারবেন।

Your Ads Here

Your Ads Here

    আগে অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য এই ফিচারটি আনা হয়েছিলো। এবার আইওএস গ্রাহকদের জন্যও কল ওয়েটিং সুবিধাটি চালু করা হয়েছে।

    নতুন সুবিধায় ট্রুকলার ভয়েস গ্রাহকরা দ্বিতীয় কল সম্পর্কে জানাবে। ফোনে নাম্বারটি সংরক্ষণ করা না থাকলেও এই ফিচারে কলারের পরিচয় জানা যাবে। এজন্য অবশ্য প্রথম কলে কোনো প্রভাব পড়বে না।

    অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসড কল আসে। বকাঝকা, ফোন সাইলেন্ট করেও লাভ হয় না। বিশেষ করে মেয়েদেরকে এ ধরনের বিড়ম্বনায় বেশি পড়তে হয়। এক্ষেত্রেও ট্রু কলার অ্যাপটি দিয়ে জানতে পারবেন বিরক্তকারীর পরিচয়। এরপর সুবিধা অনুযায়ী নেয়া যাবে বিরক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা।
    Your Ads Here

    নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

    Related Posts

    Your Ads Here

    মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন
    Loading comments...