লঞ্চের আগেই Xiaomi-র ওয়েবসাইটে দেখা গেলো Redmi 8A Pro
Posted by
Sayeem
Your Ads Here
চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি কয়েকদিন আগেই ভারতে Redmi 8A লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের ‘প্রো’ ভার্সন লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানির ওয়েবসাইটে হঠাৎই প্রো ভ্যারিয়েন্ট নজরে আসে। শাওমি ইন্ডিয়ায় অফিসিয়াল পেজে আচমকা Redmi 8A Pro দেখে অনেকেরই অনুমান কোম্পানি এই ফোনটিকে খুব শীঘ্রই ভারতে আনছে।
সাইটে নতুন ডিভাইসের নাম অন্যান্য ফোনের সাথে RF এক্সপোজার সার্টিফিকেশন লিস্টে দেখা গিয়েছে, যেটি স্পেসিফিক অবসর্প্শন রেটস (SAR) কে দেখিয়েছে। তবে এর উপর ক্লিক করা যাচ্ছিলো না। এদিকে রেডমি ৮এ প্রো লঞ্চের বিষয়ে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।
রিপোর্ট অনুযায়ী এই ফোনে রেডমি ৮এ ফোনের থেকে আপডেট ফিচার থাকবে। এই ফোনে ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে। এই ফোনেও কোম্পানি ফাস্ট চার্জিং এর সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দিতে পারে।
Redmi 8A ফিচার, স্পেসিফিকেশন :
এই ফোনটির প্রধান আকর্ষণ অবশ্যই এর ব্যাটারি। আগেই বলেছি রেডমি ৮এ ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডুয়েল সিমের এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়। এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই ওএস দেওয়া হয়েছে।
Redmi 8A ফোনে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে রয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯:৯। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর, ৩ জিবি পর্যন্ত র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।
ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে Sony IMX363 সেন্সর ও এফ/১.৮ অ্যাপারচারের সাথে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আবার সামনে আছে ৮ মেগাপিক্সেল আই সেলফি ক্যামেরা। ফোনের সামনে ও পিছনের ক্যামেরা দিয়ে AI পোর্ট্রেট মোড ছবি নেওয়া যাবে।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ