জেনে নিন পুরানো ফোনকে দ্রুত চার্জ দেওয়ার কিছু পদ্ধতি|
Your Ads Here
প্রতিনিয়ত সবাই নিজের হ্যান্ডসেটটিকে পরিবর্তন করেন। তবে অনেকটা গুরুত্ব হারায় পুরানো ফোনটি। তবে অনেকের কাছে পুরানো ফোনটি দামি। তাই সেই পুরানো ফোনটির ব্যাটারি চার্জ হতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব্
যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভালো থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।
টেকজুমের পাঠকদের জন্য চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায় তা তুলে ধরা হল;
১.ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।
৩. যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।
৪. ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।
Read More :এখন মোবাইলে চলবে অফিস
২. ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।৩. যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।
Your Ads Here
Your Ads Here
Read More :স্মার্টফোনের গতি বাড়ানোর নানা কৌশল
Your Ads Here
Read More :যেসকল স্মার্টফোন Android 10 Q এর আপডেট পাবে
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ