[সতর্ক হোন] স্মার্টফোনে ম্যালওয়ারে আক্রান্তে শীর্ষে বাংলাদেশ |

[সতর্ক হোন] স্মার্টফোনে ম্যালওয়ারে আক্রান্তে শীর্ষে বাংলাদেশ |
Posted by Sayeem
Your Ads Here

আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ । যারা এখানে Guest হিসেবে আছেন তারা এখনি রেজিস্ট্রেশন করে মেম্বার হয়ে যান।

 ম্যালওয়ার কি?

ম্যালওয়্যার হচ্ছে ঝুঁকিপূর্ণ সফটওয়্যার বা কম্পিউটার প্রগ্রাম। কম্পিউটারের অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতোই সচল থাকে ম্যালওয়্যার।
১৯৯০ সালে Yisrael Radai প্রথম ম্যালওয়ার শব্দটি ব্যবহার করেন।
সাধারণ সফটওয়্যারগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো পরিচালিত হয়।
কিন্তু ম্যালওয়্যার ব্যবহারকারীর অজান্তেই কাজ করে। ম্যালওয়্যার থাকলে ফাইল নষ্ট ও চুরির পাশাপাশি কম্পিউটারের স্বাভাবিক কাজেও বাধা দিতে পারে।
ম্যালওয়্যারটি কোন ধরনের—তার ওপর নির্ভর করছে কেমন ক্ষতি হবে। ভাইরাস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়র্মস—এগুলো ম্যালওয়্যারের বিভিন্ন ধরন।
ম্যালওয়্যার মূলত ইন্টারনেটে বেশি ছড়ায়। অসচেতন ব্রাউজিং, ডাউনলোডের পাশাপাশি ফ্রি সফটওয়্যার ইনস্টলের মাধ্যমেও কম্পিউটারে ম্যালওয়্যার জায়গা নিতে পারে।
এখন কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও ম্যালওয়ার  বা ক্ষতিকারক সফটওয়্যার ব্যবহার হচ্ছে। যেগুলো মানুষের অজান্তেই কাজ করছে।

ম্যালওয়ারে আক্রান্ত শীর্ষ ৫ দেশঃ

যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তির নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান Comparitech’র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী – সেলফোনে ম্যালওয়ার আক্রান্ত শীর্ষ ৫ দেশঃ ১. বাংলাদেশ (৩৫.৯১%)  ২. নাইজেরিয়া (২৮.৫৪%) ৩. ইরান(২৮.০৭%) ৪. তানজানিয়া(২৮.০৩%) ৫. চীন(২৫.৬১%)।
তাই আপনার সেলফোনকে ম্যালওয়ার থেকে রক্ষা করতে হলে এখনি ক্ষতিকারক এপ্লিকেশনগুলো আনইন্সটল করে ফেলুন। নয়তো আপনার সমস্ত ডাটা হ্যাক হয়ে যেতে পারে। ডাটা হারানোর আগেই মোবাইল থেকে অপ্রয়োজনীয় এপ্লিকেশনগুলো ডিলিট করে ফেলুন।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

Related Posts

Your Ads Here

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
Loading comments...