কিভাবে অপেরা মিনি ব্যবহার করে মোবাইল ডাটা সেভ করছেন|

কিভাবে অপেরা মিনি ব্যবহার করে মোবাইল ডাটা সেভ করছেন|
Posted by Sayeem
Your Ads Here

আপনি হয়তো মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পছন্দ করেন, কিন্তু প্রায়ই বাড়তি বিল আর মোবাইল ডাটা শেষ হওয়ার সমস্যায় পড়ছেন? তাই আমরা আছি আপনার পাশে। এজন্যই অপেরা মিনি মোবাইল ওয়েব ব্রাউজার  ব্যবহার করে কম্প্রেশন প্রযুক্তি, যা ওয়েব পেজ সিঙ্ক করে এর সাইজ অরিজিনাল সাইজের ১০% এর সমান কমিয়ে আনে। শুধু তাই না, যখন আপনি ব্রাউজ করছেন তখন অপেরা ব্রাউজার খুব স্বল্প মেগাবাইট ডাউনলোড করে।
আমাদের পরিসংখ্যান রিপোর্ট থেকে পাওয়া গিয়েছে, বিগত জুলাই ২০১৬ তে সারা বিশ্ব জুড়ে গড়ে প্রত্যেক অপেরা মিনি ইউজার ৯০ মেগাবাইট পর্যন্ত মোবাইল ডাটা সেভ করতে সক্ষম হয়েছে। আর আপনি কি জানেন, এই বাড়তি ৯০ মেগাবাইট ডাটা দিয়ে প্রতি মাসে আপনি কি কি করতে পারেন?
অপেরা মিনি এবং অতিরিক্ত মোবাইল ডাটা
ডাটা সেভ
এই বাড়তি ৯০ মেগাবাইট ডাটা দিয়ে ৪৫ মিনিটের একটি ভিডিও স্ট্রিম বা ৪.৩ ঘন্টা গান শোনা অথবা ৭.৫ ঘন্টা একটানা ব্রাউজিং বা ২৬০ টি সোশ্যাল মিডিয়া পোস্ট আপডেট বা ৪৫০টি ইমেইল পাঠানো সম্ভব।
আমরা তিনটি ভিন্ন দেশের সর্বোচ্চ কাস্টমার বিশিষ্ট মোবাইল অপারেটর এবং তারা প্রতি মেগাবাইটে কত টাকা চার্জ করে তা পর্যবেক্ষণ করেছি। ভারতে গত জুলাই মাসে এয়ারটেল গ্রাহকরা অপেরা মিনি থেকে কম ডাটা ব্যবহার করে ৬৭,৭২৩,৩১৮ রূপী সাশ্রয় করেছে। এজন্য অপেরা মিনি কম্প্রেশন প্রযুক্তি কে ধন্যবাদ। ভেরাইযোন (verizone) গ্রাহকরা যারা অপেরা মিনি ব্যবহার করেছেন তারা সম্মিলিতভাবে ৪৭,২৭৯ মার্কিন ডলার সেভ করেছে। অন্যাদিকে কেনিয়ান সাফারিকম ব্যবহারকারীরা জমিয়েছে ১৭,৯১৭,০১৫ কেনিয়ান শিলিং। একবার ভেবেই দেখুন, তারা এই জমানো অর্থ দিয়ে কি কি করতে পারে!
অপেরা মিনি থেকে মোবাইল ডাটা সেভ করার পদ্ধতিঃইন্টারনেট ব্যবহারের সময় যেকোন ওয়েব পেজ আপনার মোবাইলে ডাউনলোড হওয়ার আগে এর প্রি-প্রসেস ও সাইজ কমানোর জন্য অপেরা মিনি “Cloud” এর সার্ভার ব্যবহার করে। আমরা যে উপায়ে মোবাইল ডাটা সেভ করতে পারি তা আসুন একঝলক দেখে নিই।
এক্সট্রিম মুডঃ আপনি যদি আরো বেশি ডাটা সেভ করতে চান, তাহলে এই এক্সট্রিম মুড অন করতে পারেন। এই এক্সট্রিম মুড একটি ওয়েব পেজের জাভা স্ক্রিপ্ট এলিমেন্ট বের করে আনে যার ফলে আপনার বাড়তি কোন ডাটা ডাউনলোড করতে হয় না।
ভিডিও বুস্টঃ ভিডিও লোড করার সময়সীমা কমানো ও ভিডিও বাফারিং ঝামেলা এড়ানোর জন্য এই ভিডিও বুস্ট ফিচারটি ভিডিও ডাটা সাইজ কমিয়ে আনে। অর্থাৎ ভিডিও দেখার সময় আপনি পাচ্ছেন বাধাহীন, স্বল্প বিরতি ও অল্প বাফারিং এর চাকা।
এড ব্লকারঃ অপেরা মিনি ব্রাউজারে বিল্ট ইন এড ব্লকার থাকার কারণে আপনি একদিকে যেমন আরও বেশি মোবাইল ডাটা সেভ করতে পারছেন, অন্যদিকে আরো ভালো স্পীডও পাচ্ছেন। এমনকি, আপনি যে ওয়েব সাইটটি ভিজিট করছেন, সেখান থেকে অপেরা মিনি কোন বিজ্ঞাপনের তথ্যের জন্য রিকোয়েস্ট পাঠায় না। তাই, আপনার অপ্রয়োজনীয় ও ভারী কোন অনলাইন এড ডাউনলোড করে ডাটা ব্যবহার করতে হচ্ছে না।
ইমেজ কোয়ালিটি সেটিংসঃ আপনি অপেরা মিনি থেকে কি ধরণের ইমেজ কোয়ালিটি ব্যবহার করতে চান তা আপনি নিজেই বেছে নিতে পারেন। ছোট স্ক্রীন বিশিষ্ট মোবাইল ফোনের জন্য সর্বোচ্চ রেজ্যুলেশনের ইমেজের অযথাই প্রয়োজন পড়ে না, এ কারণেই আপনি চাইলে মিডিয়াম অথবা লো কোয়ালিটির ইমেজ সেট করতে পারেন যার ফলে খুব কম ইমেজ ডাটা খরচ হবে।
এই সকল ফিচার আপনি এক্টিভেট করতে পারবেন অপেরা মিনির ডাটা সেভিংস সামারি অপশন থেকে। এই অপশনটি অপেরা মিনি এর “O” মেন্যু তে পাবেন। এই সকল ডাটা সেভিং ফিচার থেকে আপনি আরও পাচ্ছেন দ্রুততম ব্রাউজিং স্পীড ও বাড়তি মোবাইল ডাটা। এমনকি নেটওয়ার্ক দূর্বল থাকাকালীন সময় অপেরা ব্রাউজার আপনাকে দিচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ। অপেরা মিনি ব্যবহার করে আপনি জানতে পারবেন কতটুকু ডাটা আপনি সেভ করেছেন এবং প্রতিদিন যতটুকু মোবাইল ডাটা আপনি সেভ করছেন তার প্রতিদিনের সামারি রিপোর্ট।
আপনার এন্ড্রয়েড ফোনের জন্য অপেরা মিনি এখনই ইন্সটল করুন এবং এই নিয়মগুলো ব্যবহার করে ইন্টারনেট ডাটা সেভ করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

Related Posts

Your Ads Here

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
Loading comments...