অ্যান্ড্রয়েড ৯ পরীক্ষা শেষে স্ট্যাবল ভার্সন উন্মোচন করেছে গুগল

অ্যান্ড্রয়েড ৯ পরীক্ষা শেষে স্ট্যাবল ভার্সন উন্মোচন করেছে গুগল
Posted by Sayeem
Your Ads Here


সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৯ পরীক্ষা শেষে স্ট্যাবল ভার্সন উন্মোচন করেছে গুগল। এবারের অ্যান্ড্রয়েডের নাম দেয়া হয়েছে পাই। অনেকে এবারের সংস্করণের নাম প্যাইন্যাপল পাই হতে পারে বলে ফেব্রুয়ারি থেকেই মন্তব্য করে আসছিলেন। তাদের কথা আংশিক সত্যি প্রমাণিত হয়েছে।আপাতত গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, পিক্সেল ২ ও ২ এক্সএলের বাইরে মাত্র একটি ফোনেই অ্যান্ড্রয়েড পাই হাজিরহয়েছে, সেটি এসেনশিয়াল পিএইচ ১। অ্যান্ড্রয়েড পাইতে সবচেয়েবেশি নজর দেয়া হয়েছে এআই ফিচারের দিকে। ব্যবহারকারী ফোনে কখন কোন সেটিংস ব্যবহার করেন, কোন অ্যাপের ওপর চাপ বেশি পড়ে আর কখন সাধারণত চার্জকরেন সেটি খেয়াল করে ফোন সে অনুযায়ী প্রসেসিং ক্ষমতা এবং ব্যাটারি ব্যবহারের ভারসাম্য রাখবে।এছাড়াও, আরেকটি বড় পরিবর্তন হলো অ্যান্ড্রয়েডের চিরচেনা ন্যাভিগেশন বার বদলে যুক্ত করা হয়েছে জেসচার। ব্যাক, হোম বা অ্যাপ সুইচারে যেতে আগে যেখানে ছিল তিনটি ভিন্ন বাটন, সেখানে এখন থেকে ডিসপ্লেতে সোয়াইপ করে সেসব ফিচার ব্যবহার করা যাবে। আপডেটটি বছরের শেষের মধ্যেই অন্যান্য নির্মাতাদের ফোনে পৌঁছে যেতে শুরু করবে।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

    Your Ads Here

    নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

    Related Posts

    Your Ads Here

    মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন
    Loading comments...