ফেসবুক একাউন্ট ব্যাকআপ রাখতে কিছু প্রয়োজনীয় ট্রিপস

ফেসবুক একাউন্ট ব্যাকআপ রাখতে কিছু প্রয়োজনীয় ট্রিপস
Posted by Sayeem
Your Ads Here

ফেসবুক এখন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে পরিচিত, যা বর্তমান যুগে আমরা প্রায় সবাই কম-বেশি ব্যবহার করি। ফেসবুকে অনেকেই প্রয়োজনীয় তথ্য, ছবি  কিংবা লিংক রেখে দেন এবং বিভিন্ন প্রয়োজনে আবার সেগুলো ব্যবহার করেন। হঠাৎ করে সেইসব তথ্য হারিয়ে গেলে নানা ধরণের সমস্যায় পড়তে হয়। তাই জেনে নেওয়া যাক, কিভাবে অতি সহজেই ব্যাকআপ নিয়ে রাখা যায় ফেসবুক একাউন্ট এর সমস্ত তথ্য।

যেভাবে ব্যাকআপ নেবেন:

১।প্রথমে আপনার প্রোফাইল পেইজের সেটিংস অপশন এ গিয়ে  Account Settings-এ ক্লিক করুন।
২।একটি পেইজ আসবে যার একদম নীচে বাম পাশে লেখা আছে “Download a copy” – ঐটাতে ক্লিক করুন।

৩।আরেকটি নতুন পেইজ আসবে যেটাতে লেখা আছে “Start My Archive”। ঐখানে ক্লিক করলে Facebook আপনার প্রোফাইলের তথ্য আর্কাইভ অর্থাৎ সংগ্রহ করা শুরু করবে।

Start My Archive থেকে একটু নীচের দিকে আসলে আপনি “expanded archive” লেখা দেখতে পাবেন। এই অপশনটি ক্লিক করলে আপনার প্রোফাইলটি আরো সুন্দরভাবে ব্যাকআপ নেবার জন্য আর্কাইভ হবে।

এই অপশনটি ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে অপেক্ষা করতে হবে। আপনার একাউন্ট আর্কাইভ হলে সেই লিংক এবং তথ্য, ফেসবুক আপনাকে ইমেইল করে পাঠিয়ে দেবে। ইমেইলে ঢুকে সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ফেসবুকের সম্পূর্ণ তথ্য।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

Related Posts

Your Ads Here

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
Loading comments...