ভলিউম বাটনে যোগ করুন বিভিন্ন ফাংশন।

 ভলিউম বাটনে যোগ করুন বিভিন্ন ফাংশন।
Posted by Sayeem
Your Ads Here

মোবাইল ইউজার যেহেতু সুতরাং ভলিউম বাটন এর সাথে আমরা সবাই পরিচিত। এমন কাউকে খুজে পাওয়া খুব কঠিন হবে যে কিনা তার ভলিউম বাটনটি প্রতিদিন একবার হলেও কাজে লাগায় না। তবে কি কাজে ইউজ করছি আমরা এই বাটন? শুধুই কি ভলিউম এডজাস্ট করার কাজে? আমাদের মাঝে ৯০% এর উত্তর হবে হ্যাঁ! মিউজিক ভলিউম,রিংটোন ভলিউম ইত্যাদি এডজাস্ট করার কাজেই মূলত আমরা এই বাটন ব্যাবহার করি। তবে এতেই কি আমরা সীমাবদ্ধ থাকবো? অবশ্যই না!! আমরা কিন্তু চাইলেই এই বাটনকে আরও অনেক কাজে ইউজ করতে পারি।যেমন…

***Take a video or photo 

***turn on the flashlight, aka LED light
***record an audio
***write a text message
***start a call
***launch the task manager app, Tasker
Your Ads Here

Your Ads Here

    ***start any app
    ***settings options

    এই কাজগুলো করার জন্যে আপনাকে আপনার ডিভাইস রুট কিংবা তেমন কোন মডিফিকেশান করা লাগবে না কারন সম্পূর্ণ কাজ টি করবে একটি অ্যাপ। হ্যাঁ! QuickClick নামক একটি অ্যাপ এর মাধ্যমে ভিবিন্ন টাস্ক এসাইন করা যাবে ভলিউম বাটন এ । অ্যাপ টি প্রথমে ডাউনলোড করে ইন্সটল করে নিন এবার আপনার মোবাইল এ ।

    এবার অ্যাপ টি ওপেন করুন এবং অ্যাপ এর সুইচ টি অন করে নিন এবং Create a new action এ যান।
    এবার আপনি একটি লিস্ট পাবেন। এতে দেখাবে আপনি যা যা করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে।লিস্ট থেকে আপনার ইচ্ছামত যেকোনো একটি টাস্ক বেছে নিন।
    এবার আপনি ভলিউম বাটন প্রেস করার কম্বিনেশন বেছে নিতে হবে। মানে এক থেকে ৬ বার প্রেস করার মধ্যে আপনি একটি করে নিতে হবে।
    একই ভাবে আপনি আরও অনেক কাজ করে নিতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে যা আপনার ভলিউম বাটন প্রেস করলেই হবে!

    Your Ads Here

    নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

    Related Posts

    Your Ads Here

    মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন
    Loading comments...