কিভাবে Windows 10 Final ভার্সন Download অথবা Upgrade করবেন?

কিভাবে Windows 10 Final ভার্সন Download অথবা Upgrade করবেন?
Posted by আসাদ
Your Ads Here

বন্ধুরা শিরোনাম দেখেই বুঝতেই পারছেন কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আমরা সবসময় নতুন কিছু পছন্দ করে থাকি, আর এটাই স্বাভাবিক। বেশ কয়েক মাস গুঞ্জন ও নানান আলোচনা সমালোচনা পর অবশেষে Microsoft তাদের সর্বশেষ সংস্করন Windows 10 রিলিজ করলো। এটি বের হওয়ার আগে Microsoft অবশ্য বেশ কয়েকটি Preview ভার্সন বের করেছিল। যার ফলে এটি আমাদের কাছে একদম নতুন কিছু নয়। তবে Preview ভার্সনের কিছু সীমাবদ্ধতা থাকে। তাই Microsoft এর ঘোষনা অনুযায়ী তারা গতকাল Microsoft Windows 10 Final ভার্সন রিলিজ করে।

আসলে বিষয়টি আমার ব্লগের সাথে সম্র্পিক্ত নয়, তারপরও আমি লিখতে বাধ্য হলাম। কারণ  Microsoft এর নতুন Windows বলে কথা। সেই জন্য পোষ্ট না করে থাকতে পারলাম না।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Microsoft Windows 10 Final ভার্সন আপনার কম্পিউটারে আপডেট এবং ডাউনেলোড করবেন। আপনি চাইলে যে কোন একটি বেছে নিতে পারেন। আপনি যদি চান তবে সরাসরি আপডেট করে নিতেও পারবেন। তবে এক্ষেত্রে পরবর্তীতে ইন্সটল দেয়ার জন্য কোন ফাইল পাবেন না। কিন্তু যদি ডাউনলোড করে রাখেন তাহলে যে কোন সময় যে কোন কম্পিউটারে ইন্সটল করতে পারবেন। কাজেই আমার মনে হয় ডাউনলোড করে রাখাটাই সবচেয়ে উত্তম হবে।

কিভাবে করবেন?

  • প্রথমে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে আপনার কম্পিউটার Windows ভার্সন অনুযায়ি Media Creation Tool টি ডাউলোড করে নিন।
  • ডাউনলোড করার পর Media Creation Tool টি রান করুন।
  • তারপর এটি অপেন হলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
Download-and-Upgrate-Window-10
  • আপনি যদি সরাসরি Upgrade করে নিতে চান তাহলে Upgrade this PC now এ ক্লিক করে আপডেট করে নিতে পারেন। যেহেতু আমরা আগে ডাউনলোড করবো এবং পরে ইন্সটল করবো, সেহেতু আমার নিচের Create Installation Media for Another PC সিলেক্ট করে Next এ ক্লিক করবো। তারপর নিচের চিত্রটি দেখতে পাবেন -
Download-and-Upgrate-Window-10
  • এখানে আপনি উপরের ড্রপডাউন ম্যানু হতে Language অর্থাৎ ভাষা সিলেক্ট করে দিবেন। Language এর জায়গায় অবশ্যই English সিলেক্ট করে দেবেন। Edition আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি দিতে পারেন। যেমন- দেখুন আমি Windows 10 Pro ভার্সন ডাউনলোড করেছি। শেষের Architecture এর জায়গায় আপনি যে Bit এর ভার্সন পছন্দ করেন তা সিলেক্ট করে দেবেন অথবা উভয় ভার্সনই ডাউনলোড করতে পারেন। তারপর Next এ ক্লিক করলে নিচের চিত্র দেখতে পাবেন।
Download-and-Upgrate-Windows-10
  • উপরের চিত্র হতে ISO File সিলেক্ট করে Next এ ক্লিক করলে নিচের চিত্রটি শো করবে।
Download-and-Upgrate-Windows-10
  • এখানে আপনি ফাইলটি কম্পিউটারের যে জায়গায় Save করতে চান তা দেখিয়ে Save এ ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করবে।
Download-and-Upgrate-Windows-10
  • এখানে আপনার ইন্টারনেট Speed এর উপর ডাউনলোড এর সময় নেবে। তারপর আপনি নরমালি পিসিতে ইন্সটল দিতে পারবেন। আর যদি ইনস্টল দিতে না পারেন তাহলে আমাদের জানাবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
অফিসিয়াল ডাউনলোড লিংক
Windows 10 Edition32 bit64 bit
Windows 10 HomeOfficial Downloader Tool / MirrorOfficial Downloader Tool / Mirror
Windows 10 ProOfficial Downloader Tool / MirrorOfficial Downloader Tool / Mirror
Windows 10 EnterpriseOfficial Download Page
সরাসরি ডাউনলোড লিংক
Windows 10 Edition32 bit64 bit
Windows 10 HomeDownload (2.87 GB)Download (3.82 GB)
Windows 10 ProDownload (2.84 GB)Download (3.80 GB)
Windows 10 EnterpriseDownload (2.69 GB)Download (3.84 GB)
Windows 10 EducationDownload (2.62 GB)Download (3.53 GB)
Windows 10 All in One !Download (4.80 GB) / Google Drive Mirror
টরেন্ট ডাউনলোড লিংক
Windows 10 Edition32 bit64 bit
Windows 10 HomeDownloadDownload
Windows 10 ProDownloadDownload
Windows 10 EnterpriseDownloadDownload
Windows 10 EducationDownloadDownload
Windows 10 All in One !Download
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

    Your Ads Here

    নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

    Related Posts

    Your Ads Here

    মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন
    Loading comments...