ওয়ার্ডপ্রেস ব্লগের থীম চেঞ্জ করুন এফটিপি ক্লাইন্ট দিয়ে খুব সহজে।
Your Ads Here
হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এফটিপি ক্লাইন্ট এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস এ থীম ইনেস্টল করার টিপস। তাহলে আসুন শুরু করি আজকের টিপস। যারা আগের থেকে ওয়েব ডেভোলোপ পারেন তারা নিশ্চই এই টিপস টা যানেন। আর যারা যানেন না তারা আজ থেকে যেনে নিন।
যেভাবে এফটিপি ক্লাইন্ট এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ব্লগের থীম বদলাবেনঃ
Your Ads Here
- প্রথমে আপনার এফটিপি ক্লাইন্ট অন করুন। এক্ষেত্রে আপনি ফাইল জিলা ব্যবহার করতে পারেন।
- ফাইল জিলা অন করার পরে আপনি চারটি খালি ঘর দেখতে পাবেন সবার উপরে। দরকার হলে নীচে দেখুন।
- এবার অই চারটি ঘরের প্রত্যেক টির পাশে দেখুন লেখা রয়েছে কী কী দিতে হবে।
- Host, Username,password ও Port এর জন্য এই চারটি ঘর রয়েছে।
- Host, Username,password ও Port এই গুলো আপনি আপনার হোস্টিং সি-প্যানেল এ পাবেন।
- সবগুলো পূরণ করে Quickconnect এ ক্লিক করুন।
- এবার ভালো ভাবে কানেক্ট হলে নীচের ডান পাশে দেখবেন Public_HTML চলে এসেছে।
Your Ads Here
Your Ads Here
- এবার wp-content - Themes এ যান।
- এবার যে থীম টি ইনেস্টল করতে চান সেটি এখানে আপলোড দিন।
- এবার যদি সব ঠিক হয় তাহলে আপলোড হতে শুরু করবে।
- আপলোড হওয়ার পরে আক্টিভ করার জন্য নিজের ব্লগের ড্যাশবোর্ড এ গিয়ে থীম অফশনে যান।
- এখন থীম টি এক্টিভ করে নিন।
বিঃদ্রঃ- এফটিপি ক্লাইন্ট এ থীম এর জিপ ফাইল দিলে কাজ করবে না। তাই ফাইলটি আনজিপ করে আপলোড করুন।
তাহলে বন্ধুরা, আজ এই পর্জন্তই। আশা করি ভালো থাকবেন। কোন সমস্যা হলে নীচে কমেন্ট করুন।
Your Ads Here
নবীনতর পোস্টসমূহ
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
মন্তব্যসমূহ