ওয়ার্ডপ্রেস ব্লগের মেনুবারে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু লাগান খুব সহজে।

ওয়ার্ডপ্রেস ব্লগের মেনুবারে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু লাগান খুব সহজে।
Posted by IT Sayim
Your Ads Here

বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ব্লগিং জগতে ঢোকার জন্য এক অসধারন ব্লগিং স্ক্রিপট হল ওয়ার্ডপ্রেস। এই স্ক্রিপট এর সুবিধা হল এটা দিয়ে মাল্টি ব্লগিং ও সিঙ্গেল ব্লগিং দুই টাই করা যায়। যারা মাল্টি ব্লগিং করেন তাদের জন্য এই পোস্ট। ওয়ার্ডপ্রেস ব্লগে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু মাল্টি ব্লগের জন্য অপরিহার্য একটি ফিচার। অনেকে এই মেনু লিঙ্ক এর মাধ্যমে লাগায়। যে কারনে মেম্বাররা লগইন করা অবস্থায়ও লগইন করুন বা Login লেখা টা দেখতে পায় ও ভাবে আবার লগইন করতে হবে। কিন্তু আবার লগইন এ ক্লিক করলেই আইডি ব্লক হয়ে যেতে পারে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন।


ওয়ার্ডপ্রেস ব্লগের মেনুবারে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু লাগান খুব সহজে।


কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে রেজিস্টার সিস্টেম ডিজেবেল করবেন ?

যেভাবে এই প্লাগিনের মাধ্যমে মেনু লাগাবেন !


    • প্রথমে নিজের ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
    • এবার Plugins - Add New তে যান।
    • এখন সার্চ দিন 'BAW Login/Logout Menu'
    • এবার সার্চ দিলে এই নামে যে প্লাগিন টি দেখবেন সেটী ইনেস্টল করুন।

    ওয়ার্ডপ্রেস ব্লগের মেনুবারে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু লাগান খুব সহজে।


    • এবার Menus তে যান।
    • সেখানে দেখুন একটি নতুন ফিচার যোগ হয়েছে যার 
    •  'Login/Logout links' নামে এই লেখার সঙ্গে এই প্লাগিন টির ভার্শন ও দেয়া থাকবে।

      ওয়ার্ডপ্রেস ব্লগের মেনুবারে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু লাগান খুব সহজে।

      • এখন এই ফিচারে ক্লিক করে নীচের মত করে সেটিংস করুন ও Add to Menu তে ক্লিক করুন।
      • Log In / Log Out এ টিক দিন
      • Register এ টিক দিন।

      ওয়ার্ডপ্রেস ব্লগের মেনুবারে লগইন/লগাউট ও রেজিস্টার মেনু লাগান খুব সহজে।


      এবার সেভ করে ব্লগ চেক করুন। লগইন অবস্থায় মেনুবারে লগআউট লেখা দেখাবে ও রেজিস্টার লেখা দেখাবে না। ও লগ আউট অবস্থায় রেজিস্টার ও লগইন লেখা দেখাবে।

      তাহলে বন্ধুরা আজ এই পর্জন্তই। আশা করি ভালো থাকবেন। কোন সমস্যা হলে নীচে কমেন্ট করুন।

      Authorলেখক- হ্যালো বন্ধুরা,আমি পুলক মল্লিক, আমি চেষ্টা করবো আপনাদের কে ভাল কিছু জানাতে।যদি সময় পেয়ে থাকেন তাহলে ঘুরে আসুন আমার ব্লগ থেকে। আমি আছি ফেসবুকে





      Your Ads Here

      Your Ads Here

      Your Ads Here

      Your Ads Here

      নবীনতর পোস্টসমূহ নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

      Related Posts

      Your Ads Here

      মন্তব্যসমূহ

      একটি মন্তব্য পোস্ট করুন
      Loading comments...